সাংগঠনিক বৈঠক থেকে জামায়াতের ১৩ নারী সদস্য গ্রেপ্তার - News247

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 14, 2019

সাংগঠনিক বৈঠক থেকে জামায়াতের ১৩ নারী সদস্য গ্রেপ্তার


পাবনার শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে জামায়াতের ১৩ নারী সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। তারা এ সময় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানায়। আটকদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।
পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, পাবনা শহরতলির মনসুরাবাদ আবাসিক এলাকার ৫নং সড়কের ১১৯নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন। দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল।
এখান থেকে নারী সদস্যরা মেয়েদের সংগঠিত এবং নাশকতার ছক পরিচালনা করতেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্য এবং বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করেন। ওই আস্তানা থেকে বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) বলেন, আটকদের পাবনা থানায় নিয়ে আসা হয়েছে।
এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে নেওয়া হতে পারে বলেছেন পাবনা থানা গৌতম কুমার বিশ্বাস 

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages