শিক্ষা অফিসারকে কিল-ঘুষি মে'রে স্কুল থেকে বের করে দিলেন আ.লীগ নেতা! - News247

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 5, 2019

শিক্ষা অফিসারকে কিল-ঘুষি মে'রে স্কুল থেকে বের করে দিলেন আ.লীগ নেতা!

ফেনীর সোনাগাজী উপজে'লা চরমজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে উপজে'লা প্রাথমিক শিক্ষা অফিসারকে শারীরিকভাবে লা'ঞ্ছিত করার ঘটনায় থা'নায় লিখিত অ'ভিযোগ দায়ের করা হয়েছে।
উপজে'লা প্রাথমিক শিক্ষা অফিসার (ভা'রপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান বাদী হয়ে চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরনবী মাস্টারের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অ'জ্ঞাত আ'সামি করে শুক্রবার রাতে সোনাগাজী মডেল থা'নায় লিখিত এ অ'ভিযোগ দায়ের করেন।
শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান জানান, অনিয়মতান্ত্রিকভাবে অ'ভিভাবক সদস্য নির্বাচিত করা হয়েছে বলে একটি লিখিত অ'ভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. নূরনবী মাস্টার। এ কারণে উপজে'লা শিক্ষা অফিসার ( ভা'রপ্রাপ্ত) ওয়াহিদুর রহমান অ'ভিযোগের ত'দন্তে যান।
তিনি বলেন, বৃহস্পতিবার ওই অ'ভিযোগের ভিত্তিতে শিক্ষক ও অ'ভিভাবকদের সঙ্গে আলোচনা করতে গেলে অ'তর্কিতভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরনবী আমাকে গালমন্দ করতে থাকেন, এক পর্যায়ে আমাকে হাত ধরে গলা ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। আমা'র হাতে থাকা কাগজপত্র ছিনিয়ে নিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে।
তিনি অ'ভিযোগ করেন, হ'ত্যার উদ্দেশ্যে হা'মলা করে কিলঘুষি মে'রে টানাহেঁচড়া করে তাকে হ'ত্যার চেষ্টা চালায়। পরবর্তীতে পু'লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি এ ব্যাপারে উপজে'লা নির্বাহী কর্মক'র্তার কাছে লিখিত অ'ভিযোগ করেন।
তবে চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরনবী তার বি'রুদ্ধে আনা অ'ভিযোগ অস্বীকার করেন।
সোনাগাজী উপজে'লা ভা'রপ্রাপ্ত নির্বাহী কর্মক'র্তা নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অ'ভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সোনাগাজী মডেল থা'নার ভা'রপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ অ'ভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বিষয়টি ত'দন্তের মাধ্যমে দায়ীদের বি'রুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages