ক্যাসিনো সম্রাট কে নিয়ে যে রাজনীতি চলতেছে== গোপনীয় খবর - News247

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 6, 2019

ক্যাসিনো সম্রাট কে নিয়ে যে রাজনীতি চলতেছে== গোপনীয় খবর

-অবৈধ টাকা সংসারে খরচ করতো না সম্রাট। 
-যেভাবে গ্রেপ্তার হলেন সম্রাট।
-মহল্লার ছত্রলীগ নেতা থেকে ক্যাসিনো সম্রাট হয়ে উঠার গল্প।
-সম্রাটের সহকারী কে এই আরমান?
-জামাত নেতার বাড়ি থেকে যেভাবে এরেস্ট হলেন ক্যাসিনো সম্রাট!
-দুই বছর নিজের বাসায় কেন যেতেন না সম্রাট? 
-শাকিব-বুবলীর প্রযোজক হলেন ক্যাসিনো আরমান। 
-সিঙ্গাপুরে সম্রাটের রয়েছে একজন বিদেশী বউ।

দেশের জাতীয় দৈনিক হিসাবে পরিচিত,
প্রথম আলো আজকে দিনে সম্রাটকে নিয়ে নিউজ করছে ১১ টা।
যুগান্তর সম্রাটকে নিয়ে নিউজ করছে ২২ টা। 
বাংলাদেশ প্রতিদিনে সম্রাটকে নিয়ে নিউজ হয়েছে ১৪ টা।

টেলিভিশন চ্যানেল গুলো এক ডিগ্রী বাড়িয়ে প্রতি সেকেন্ডের লাইভ ভিডিও প্রচারনা শুরু করেছে। 
সকাল থেকে যে ব্রেকিং নিউজ লাগিয়েছে সম্রাট এরেস্ট ,সেই ব্রেকিং নিউজের উপরে চলছে এই সন্ধ্যা পর্যন্ত! 

কোথাও নাই ভারতের সাথে গতকাল হয়ে যাওয়া অনৈতিক চুক্তি গুলোর ব্যাপারে কোন আলোচনা।
৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশের খবর অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না সাড়ে তিন হাতের সম্রাটের খবরের ডামাডোলে! 

অসহ্য লাগছে টিভি খুললে,পত্রিকার অনলাইন ভার্সনে প্রবেশ করলে।
প্রতিটি দেশের সাংবাদিক তাদের দেশের নাগরিকদের কাছে সংবাদ প্রচার করে।আর আমাদের দেশের সাংবাদিকরা দেশের নাগরিকদের কাছ থেকে সংবাদ আড়াল করে।

এ যেন শুয়রের অর্গাজম থেকে জন্ম নেয়া বাংলাদেশের জার্নালিজম। 
থু তোদের মুখে শুয়রের বাচ্চারা- থু।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages