ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।
নিজ হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আবরার হত্যার প্রতিবাদ জানান পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করেন সাইফুল্লাহর হাতে লেখা ওসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি কোনো দল করি না, আমি রাষ্ট্রদ্রোহী নই, যে কোনো বিষয়ে আসুন, বসুন, কথা বলুন কিন্তু রাগারাগি মারামারি বন্ধ করুন। আমার ভাই আবরার হত্যার বিচার চাই।’
এছাড়া ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার তো নেই, আমিও না হয় গুম হব, ‘আমি আমার বাকস্বাধীনতা চাই’ প্রভৃতি লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তার হাতে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের আশ্বাসে কর্মসূচি শেষ করেন খালেদ সাইফুল্লাহ।
তার মতে, কেউ আন্দোলন করুক আর নাই করুক। এই হত্যার বিচার চাইতে হবে। তাই নিজে প্ল্যাকার্ড নিয়ে ভাই আবরার হত্যার বিচার চেয়েছেন তিনি।
তিনি বলেন, আমরা যদি এখন থেকে তীব্র প্রতিবাদ না করি, আগামী দিনে আমি, আপনি আবরারের মতো খুন হব।
।
No comments:
Post a Comment