আমা'র নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’ মিছিল-স্লোগানে মুখরিত ক্যাম্পাস - News247

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 10, 2019

আমা'র নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’ মিছিল-স্লোগানে মুখরিত ক্যাম্পাস



স্বাধীন মতপ্রকাশের কারণে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পি'টিয়ে হ'ত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি'ক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা এই বি'ক্ষোভ মিছিল বের করেন।
বি'ক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্যের সামনে থেকে বের হয়ে শাহাবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও হাই'কোর্ট মোড় ঘুরে আবারো রাজু ভাস্কর্যে ফিরে আসে। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্রফেডারেশনসহ বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
মিছিলে শিক্ষার্থীদেরকে ভা'রতের সাথে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তির বি'রুদ্ধে ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নি'হত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হ'ত্যাকারীদের বি'রুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। মিছিলে তারা ‘আমা'র নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’; ‘দিল্লি না ঢাকা!, ঢাকা ঢাকা!’ ;
‘খু'ন হয়েছে আমা'র ভাই, খু'নি তোদের রক্ষা নেই’; ‘দেশবিরোধী চুক্তি, মানি না মানবো না’; ‘বুয়েট তোমা'র ভ'য় নাই, আম'রা আছি লাখো ভাই’; ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘হই হই রই রই ছাত্রলীগ গেলি কই?’; ‘আমা'র ভাই আবরার আর কত লা'শ চাই’; ‘আমা'র ভাই ম'রলো কেনো, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

No comments:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages